আসসালামু আলাইকুম, ওয়েব সাইট নিয়ে যারা নতুন কাজ করছেন। তাঁদের সবারই কাছে এসইও নিয়ে অনেক প্রশ্ন।
এসইও কি? আর কেনই বা এসইও এতোটা গুরুত্বপূর্ণ।
এসইও (SEO) বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। অর্থাৎ, সার্চ ইঞ্জিনগুলোর (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) জন্য ওয়েবসাইট / ব্লগসাইটকে উপযোগী করে তোলাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলে। আরও পরিষ্কারভাবে এসইও ব্যাপারটি বুঝতে হলে একটু উদাহরণ দিয়ে বুঝতে হবে। ধরুণ, আপনি গুগলে “স্বাস্থ্যবান হওয়ার টিপস” লিখে সার্চ করলেন। এখন গুগল সাধারণত আপনার সামনে স্বাস্থ্যবান হওয়ার টিপস পাওয়া যাবে এমন অনেক ওয়েবসাইট কিংবা ব্লগসাইটের লিংক দেখাবে। তবে সেটা ক্রম অনুযায়ী। অর্থাৎ কোন সাইটের লিংক আগে আবার কোনটা পরে। এভাবে হাজার হাজার ওয়েবসাইটের তালিকা আপনাকে দেখাবে গুগল সার্চ রেজাল্ট। কারণ, আপনি যে “স্বাস্থ্যবান হওয়ার টিপস” খুঁজছেন সে বিষয়ে হাজার হাজার সাইট আর্টিকেল আছে অনলাইনে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, কেন কোন সাইটের সন্ধান আগে আসলো আর কেনই বা অন্যটা পরের অবস্থানে আসলো? যে ওয়েবসাইট যতো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি তাকে সে অনুযায়ীই গুরুত্ব দেয় সার্চ ইঞ্জিন। তাই বলা যায়, সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে আসতে এসইও সহায়ক করে সাইট গড়ে তোলাই হলো এসইও।
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত ২ প্রকার। যথাঃ ব্ল্যাকহ্যাট এসইও এবং হোয়াইটহ্যাট এসইও।
ব্ল্যাকহ্যাট এসইও
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেই সার্চ ইঞ্জিনে র্যাংক করানো। তবে সেটা সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট গাইডলাইন মেনে করতে হয়। কিন্তু ব্ল্যাকহ্যাট এসইও সার্চ ইঞ্জিনের গাইডলাইনের তোয়াক্কা না করে শুধু র্যাংক করানোর উদ্দেশ্যে কাজ করা হয়। তাই ব্ল্যাকহ্যাট এসইও পদ্ধতি সার্চ ইঞ্জিন স্বীকৃত নয়। সার্চ ইঞ্জিনকে ধোঁকা দিয়ে সাময়িক সময়ের জন্য সাইট র্যাংক করানো সম্ভব হলেও তা সাধারণত দীর্ঘস্থায়ী হয়না। ব্ল্যাকহ্যাট এসইও না করাই ভালো।
হোয়াইটহ্যাট এসইও
সার্চ ইঞ্জিন স্বীকৃত এসইও পদ্ধতি হলো হোয়াইটহ্যাট এসইও। সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করা হয় হোয়াইট হ্যাট এসইও মেথডে। ফলে এই পদ্ধতিতে সাইট র্যাংক করানো সম্ভব হলে তা দীর্ঘস্থায়ী ও কার্যকর হয়ে থাকে। হোয়াইটহ্যাট এসইও -এর আবার ২টি অংশ।
অনপেজ অপটিমাইজেশনঃ
অফপেজ অপটিমাইজেশনঃ
কেন করবেন এসইও?

আজ এ পর্যন্তই! আল্লাহ হাফেজ।
5 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)ভালো লিখেছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেলাম।
Replyঅনলাইন ইনকাম ব্লগিং করে ইনকাম এসিও সম্পর্কে জানতে নিচে লিংকে গিয়ে সিখে আসতে পারেন করুন https://www.hilplife.xyz জানতে এখানে ক্লিক করুন
Replyনিজে নিজে এসইও শিখতে চাইলে সেটার জন্য গাইডলাইন দরকার হয়। আপনি যদি নতুন হন তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন - আর্টিকেলটির লিংক এখানে
Replyএই পোস্ট টি পড়ে হয়তো আপনি এসইও সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। অ্যাডভান্স এসইও শিখতে এই লিংকে ক্লিক করুন: Advance SEO Guide
Replyআপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না ... EmoticonEmoticon