Meta Tag কি? এর প্রয়োজনীয়তা? কিভাবে ব্লগার এ META TAG যোগ করবেন?



আসসালামু আলাইকুম, SEO জন্য Meta Tag অনেক বড় ভূমিকা পালন করে। মেটা ট্যাগ হল একধরনের HTML কোড। যার মাধ্যমে  আপনার ব্লগ কি সম্পর্কে তা সার্চ ইঞ্জিন ও ভিসিটর জানতে পারে। মেটা ট্যাগে অনেকগুলা বিষয় জড়িত থাকে যেমনঃ- ব্লগের বিবরন, ব্লগের কি ওয়ার্ড, ব্লগের মালিকের নাম, robots ইত্যাদি।

Meta  Tag এর প্রয়োজনীয়তা:

মেটা ট্যাগ এর সাহায্যে সার্চ ইঞ্জিন একি সাথে ভিসিটর আপনার ব্লগ সম্পর্কে জানতে পারে।আমরা সকল ব্লগার দের একটাই চাওয়া বেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানে বেশি বেশি আয়। আমরা সকলেই চাই সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমন গুগল। 
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটর কিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে। আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি। 

কিভাবে ব্লগার এ META TAG যোগ করবেন?


মেটা ট্যাগ কি? প্রয়োজনীয়তা বুঝেছেন এখন যোগ করার পালা। নিচের দাপ গুলা দেখে যোগ করে ফেলুন :

প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন। 

তারপর চলে যান blogger dashboard>>template>>edit template 

কোন কিছু পরিবর্তন করার পূর্বে টেমপ্লেট ডাউনলোড করে রাখুন। 

বর্তমানে সব template এ মেটা ট্যাগ এর কোড দেয়া থাকে। দেখুন আপনার টেমপ্লেটে নিচের কোড আছে কিনা।description ও keyword





যদি থাকে ভাল। না থাকলে নিচের কোড কপি করে <head> এই কোড এর নিচে পেস্ট করে দিন
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<META NAME="Description" CONTENT="আপনার ব্লগারের বিবরন দিন" />
</b:if>
<META NAME="Keywords" CONTENT=" আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন" />
<META NAME="Author" CONTENT="আপনার  নাম " />
<META NAME="Robots" CONTENT="All" /> 


 আপনার ব্লগার বিবরন দিন = এখানে আপনার ব্লগ কি সম্পর্কে তা আলোচনা করুন, তবে খেয়াল রাখবেন ১৫০ ওয়ার্ড এর বেশি যেন না হয়। সুবিদার জন্য আমার ব্লগের বিবরন দেখুন

অনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং, ডাউনলোড সম্পর্কে ব্লগ

আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন  = এখানে আপনার ব্লগের কি ওয়ার্ড বসাতে হবে।কি ওয়ার্ড বলতে আপনার ব্লগ কি সম্পর্কে তা সংক্ষেপে কি ওয়ার্ড আকারে লিখতে হবে। ব্লগের জন্য কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বিভিন্ন কি ওয়ার্ড রি সার্চ টুল ব্যাবহার করতে পারেন। সুবিদার জন্য আমার কি ওয়ার্ড দেখতে পারেন।

ব্লগার টিপস, ব্লগস্পট, ফেসবুক টিপস, ব্লগিং, অনালাইনে আয়, ডাউনলোড

প্রত্যেকটা কি ওয়ার্ড এর মাঝে কমা দিয়ে আলাদা করে দিন। বেশি কি ওয়ার্ড ব্যাবহার করবেন না।

ব্যাস এবার  save template এ ক্লিক করুন। আপনার কাজ শেষ।

করতে গিয়ে কোন সমসসা হলে কমেন্টে জানাবেন। 


প্রয়োজনীয় কিছু Meta Tag:

keywords- Meta Tag
SEO জন্য এই মেটা ট্যাগটি সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থকে।এই Meta Tag এর মাধ্যমে আপনি সার্চ ইন্জিন গুলোকে আপনার সাইটের বিষয়বস্তু সম্পর্কে জানাতে পারেন।চমৎকার ও সুন্দর কী-ওয়ার্ড বাছাইয়ের মাধ্যমে আপনি আপনার SEO তে কাংখিত ফলাফল পেতে পারেন।keywords- Meta Tag টি এমন
< meta name="keywords" content="some keyword,another keyword" />
এক একটি কী-ওয়ার্ড এর পর কমা, ব্যবহার করুন।

Description- Meta Tag
এই মেটা ট্যাগটিও ওয়েব সাইটের জন্য গুরুত্বপূর্ন।এটি সার্চ ইন্জিন এ আপনার সাইটের মুল বিষয়গুলোকে তুলে ধরে।মুলত আপনার সাইটে কি আছে তা বুঝানোর জন্য এ ট্যাগটি ব্যবহার করা হয়।Meta Tag টি এমন
< meta name="description" content="A blurb to describe the content of the page appears here"/>
author- Meta Tag
এই মেটা ট্যাগের মাধ্যমে আপনি ভিজিটরদের জানাতে পারেন সাইটটি কে করেছে বা লিখেছে।Meta Tag টি এমন
<meta name="author" content="your name" />

Revisit-After- Meta Tag
এই মেটা ট্যাগ টি ব্যবহার করলে সার্চ ইন্জিন এর রোবট একটি নিদিষ্ট্ সময় অন্তর অন্তর আপনার সাইট ভিজিট করে ইনডেক্স করবে।
<meta name="revisit" content="15 days"/>
যেমন এই ট্যাগটি ব্যবহার করলে সার্চ ইন্জিন এর রোবট আপনার সাইটটি ১৫ দিন পর পর রিভিজিট করবে। আপনি প্রয়োজন অনুযায়ী সময় পরির্বতন করে দিতে পারেন।

Refresh- Meta Tag
এই মেটা ট্যাগটিও বেশ প্রয়োজনীয়। যারা প্রতি মিনিটে মিনিটে সাইট আপডেট করে তারা এই মেটা ট্যাগটি থেকে উপকার পাবে। ভিজিটররা এরকম সাইট বার বার রিফ্রেশ করতে বিরক্ত বোধ করে। তাই এই ট্যাগের মাধ্যমে আপনিই অটো রিফ্রেশ এর সময় বেধে দিতে পারেন। এই মেটা ট্যাগ ব্যবহার করলে একটা নিদির্ষ্ট সময় পর পর আপনার সাইট অটো রিফ্রেশ হবে
<meta http-equiv="refresh" content="600">
এ ট্যাগটি সাইটে যোগ করার ফলে ৬০০ সেকেন্ড পর পর মানে ৫ মিনিট পর পর সাইট অটোরিফ্রেশ হবে।

Robots- Meta Tag
এই মেটা ট্যাগটি সার্চ ইন্জিন এর জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে। এই ট্যাগের মাধ্যমে আপনি সার্চ ইন্জিন এর রোবট কে জানতে পারেন আপনার সাইটকে সে ইনডেক্স করবে কি করবে না। যদি আপনি এ ট্যাগটি
<META NAME="ROBOTS" CONTENT="INDEX,FOLLOW">
ব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবট বুঝবে আপনার সাইট তারা ইনডেক্স করতে পারে। আর যদি এ ট্যাগটি
<META NAME="ROBOTS" CONTENT="NOINDEX, NOFOLLOW">
ব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবট বুঝবে আপনি আপনার সাইটকে ইনডেক্স না করার জন্য বলছেন।
robots এর আর কিছু প্রয়োজনীয় মেটা ট্যাগ রয়েছে। যেমন:

ARCHIVE- Meta Tag
এ ট্যাগের মাধ্যমে আপনি সার্চ ইন্জিনে আপনার সকল ডাটা আর্কাইভ আকারে রাখতে পারেন। আর্কাইভ আকারে রাখতে চাইলে এই ট্যাগটি <meta name=”robots” content=”ARCHIVE” /> আর তা যদি না চান তাহলে ><meta name=”robots” content=”NOARCHIVE” /> ট্যাগটি ব্যবহার করুন।
ODP/YDIR- Meta Tag
ODP মানে হল DMOZ ওপেন ডিরেক্টরি প্রজেক্ট। যখন একটি সাইট থেকে গুগল সার্চ ইন্জিন এর রোবট কোন description ট্যাগ পায়না তখন তারা DMOZ এর সাহায়্য নেয়। তারা DMOZ থেকে ত্য নিয়ে সাইটের description দেয়।আপনি যদি মনে করেন গুগলকে এ ধরনের কাজ হতে বিরত রাখতে তাহলে <meta name=”robots” content=”NOODP” />
এই ট্যাগটি দিতে পারেন। আর যদি মনে করেন তারা কাজটি করুক তাহলে <meta name=”robots” content=”ODP” /> দিয়ে দিন।
গুগলের মত ইয়াহু ও এ কাজ করে থাকে।তবে এক্ষেত্রে ইয়াহুর তাদের নিজেস্ব ওপেন ডিরেক্টরি প্রজেক্ট (YDIR) ব্যবহার করে থাকে।তাই ইয়াহুর ক্ষেত্রে
<meta name=”robots” content=”NOYDIR” />
ও<meta name=”robots” content=”YDIR” />
কোড গুলো দিতে পারেন।
ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইন্জিন রয়েছে বিশেষ কিছু সার্চ ইন্জিন এর জন্য আলাদা আলাদা robots মেটা ট্যাগ ব্যবহার করা হয় যেমন
গুগলের জন্য <meta name="googlebot" content=”index">
ইয়াহুর জন্য <meta name="Slurp" content=”index">
MSN এর জন্য <meta name="msnbot" content=”index">

Language META Tag
এই মেটা ট্যাগের মাধ্যমে আপনি আপনার সাইট টি কোন ভাদায় লেখা তা জানাতে পারেন। সাধারণত বেশীর ভাগ সাইটটে ইংরেজী ভাষা ব্যবহার করা হয়। এই ট্যাগটি এমন
<META HTTP-EQUIV="Content-Language" content="EN">

আজ এ পর্যন্তই! আল্লাহ হাফেজ।


Previous
Next Post »

9 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)
Unknown
AUTHOR
December 15, 2016 at 1:20 PM delete

ভাই আমি blogspot post করেল সেই post আনেক নিচে থাকে কি করব।
পিলিজ আমাকে হেলপ করোন।
আপনার মোবাইন নম্বার আমাকে দিন

Reply
avatar
February 13, 2019 at 10:58 AM delete

সাইটের html এ গিয়ে ম্যাথা ট্যাগ এড করলে গুগলে আসেনা https://DonBangla.blogspot.com,কি করব

Reply
avatar
March 19, 2019 at 12:04 PM delete

ভাইয়া আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।আপনি খুব সল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।
ভাইয়া একটা সমাধান চাই।আমি একটা ব্লগস্পট সাইট dot.tk দিয়ে তৈরি করেছি। কিন্তু পিসি ছাড়া মোবাইলে www.techlearntricks.tk লিখে সার্চ দিলে this site can't reached 404 error দেখাচ্ছে।পিসি তেও মাঝেমধ‍্যে দেখায় সবসময় না। কিভাবে এ সমস্যার সমাধান হবে জানতে চাই।

Reply
avatar
Anonymous
AUTHOR
May 27, 2019 at 7:39 PM delete

ইলমুমিনিটির বৃহত্তর আদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বকে শুভেচ্ছা জানাচ্ছে, এটি ইলুমিটিটির ভ্রাতৃত্বের সাথে যোগ দেওয়ার একটি খোলা সুযোগ যেখানে আপনি আপনার হারিয়ে যাওয়া স্বপ্নগুলি পুনরুদ্ধার করতে পারেন এবং যেখানে আপনি সম্পদ এবং সুখের আলো দেখতে পারেন কোন রক্ত ​​আত্মাহুতি ছাড়াই। এবং আমরা সকল নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য 650,000 মার্কিন ডলারেরও অর্থ প্রদান করি, যখন তারা বিয়েতে যোগ দেয় এবং বিনিয়োগের সাথে তাদের পছন্দের একটি ঘর এবং বিনিয়োগের স্থান এবং তাদের জন্য এই সুযোগটি বিখ্যাত হতে পারে।

উপকারে যোগদানকারী নতুন সদস্যকে দেওয়া উপকারিতা।
1. ইউএসডি $ 650,000 মার্কিন ডলারের নগদ পুরস্কার।
2. $ 150,000 মার্কিন ডলারে মূল্যবান একটি নতুন স্লেক ড্রিম কার
3. একটি স্বপ্ন ঘর আপনার পছন্দ দেশে কেনা।
পৃথিবীর সেরা 5 টি সাক্ষাত্কারের এক মাস।
বিশ্বের নেতৃবৃন্দ এবং 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিব্রিটিদের। আপনি যদি আগ্রহী হন তবে পূর্ববর্তী ইমেল ঠিকানা = greatilluminate99@gmail.com সাথে যোগাযোগ করুন



বিঃদ্রঃ; এই ইলুমিটিটি ব্রাদারহুড যা আপনি বিশ্বের কোথাও থেকে যোগ দিতে পারেন ভারত, তুরস্ক, আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া,
দুবাই, কুয়েত, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, ইউরোপ। এশিয়া, অস্ট্রেলিয়া, ইত্যাদি।


গ্রিটিংস টেম্পলেট ILLUMINATI ইউনিট রাজ্য

Reply
avatar
March 30, 2020 at 9:40 PM delete

Sundor ekti post viya......???

Reply
avatar
March 30, 2020 at 9:42 PM delete

Khub valo post??


Amar new blog viya.....
https://www.itbloggerbd.xyz

Reply
avatar
dhadha2hasi
AUTHOR
February 7, 2021 at 3:55 PM delete

Meta Tag নিয়ে অনেক কিছু জানতে পারলাম।

Reply
avatar

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না ... EmoticonEmoticon