আসসালামু আলাইকুম, আপনি ব্লগিং শুরু করতে চাচ্ছেন? তাহলে ব্লগিং জগতে আপনাকে স্বাগতম। তবে চাইলেন আর শুরু করে ফেললেন, ব্লগিং ব্যাপারটি এমন নয়! ব্লগিং ক্যারিয়ারের শুরুটা করতে হবে অন্য ক্যারিয়ারের মতো চিন্তা ভাবনা করে। সঠিক পরিকল্পনা ছাড়াই ব্লগিং লাইফে যাত্রা শুরু করলে আপনি সফলতার মুখ কখনই দেখা পাবেন না।
ব্লগিং শুরুর জন্যও আপনাকে যথাযথ পরিকল্পনা নিয়েই শুরু করতে হবে। হুম, কি সেই পরিকল্পনা? আজ আমরা জানব ব্লগিং শুরুর পরিকল্পনা পর্যায়ের এমনই ৩ গুরুত্বপূর্ণ বিষয়।
- ব্লগিং করার উদ্দেশ্য

- ব্লগিং প্লাটফর্ম
ব্লগিং প্লাটফর্ম বলতে মূলত বুঝায় কোথায় আপনি ব্লগিং করবেন? নিজস্ব ব্লগ সাইট নাকি অন্য কোন প্লাটফর্মে। অনলাইনে যেখানেই লেখালেখি করবেন সেটাকেই ব্লগিং প্লাটফর্ম বলা হবে। তাই আপনাকে ঠিক করতে হবে কোন প্লাটফর্মকে বেছে নিবেন আপনার ব্লগিং লাইফের জন্য। উল্লেখ্য যে, এই ব্লগিং প্লাটফর্ম পছন্দ করার বিষয়টি ব্লগিং করার উদ্দেশ্যের উপর নির্ভর করে। যেমনঃ আপনি যদি টাকা আয়ের উদ্দেশ্যে ব্লগিং শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজস্ব ব্লগসাইটে ব্লগিং করতে হবে। আবার অন্যদিকে যদি আপনার ব্লগিং করার উদ্দেশ্য হয়ে থাকে শখ পূরণ। তাহলে আপনি যেকোন ফ্রি প্লাটফর্ম কিংবা যেকোন পছন্দের প্লাটফর্মেই লিখতে পারেন। সোশ্যাল মিডিয়া সাইট যেমনঃ ফেসবুক, টুইটারও আজ অন্যতম বৃহৎ ব্লগিং প্লাটফর্ম হিসেবে বিবেচিত। শখের বশে যারা ব্লগিং করতে চান তাঁরা চাইলে সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোন জনপ্রিয় সাইটে অতিথি লেখক হিসেবেও ব্লগিং করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অনলাইন আয়ের উদ্দেশ্য ব্লগিং শুরু করলে আপনাকে বেছে নিতে হবে অবশ্যই নিজস্ব ব্লগকে। এজন্য আপনার কিছু অর্থ বিনিয়োগেরও প্রয়োজন হবে।

- ব্লগিং টপিকস
ব্লগিং শুরুর পূর্বে আপনার ব্লগিং টপিকসও বাছাই করতে হবে। একেকজন একেক বিষয়ে ব্লগিং করতে পছন্দ করে। তো আপনি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন? সেটিই ঠিক করে ফেলুন আপনার ব্লগিং টপিক হিসেবে। ব্লগিং টপিককে ইংরেজীতে Blogging Niche বলা হয়ে থাকে। অনলাইন আয়ের উদ্দেশ্য ব্লগিং করতে গেলে ব্লগিং নিস নির্বাচনে হতে হবে আপনাকে সতর্ক। কারণ সঠিক ব্লগিং নিস আপনার আয়ের স্বপ্ন পূরণে সহায়ক হবে। তাই পরিকল্পনার এই পর্যায়ে ঠিক করুন কি হবে আপনার ব্লগিং টপিক?
আজ এ পর্যন্তই! আল্লাহ হাফেজ।

1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)how to become blogger?
Replyআপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না ... EmoticonEmoticon